আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিবাদ্য ‘সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি’

১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতি বছর এই দিন বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীতে ২০০৬ সালের নভেম্বরে আইটিইউ সম্মেলনে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

দিবসটিকে কেন্দ্র করে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

আরজেড/