আজ ২৫ মে, বিশ্ব থাইরয়েড দিবস। ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হলেও আমাদের দেশে সরকারিভাবে এ দিবসটি উদযাপিত হয় না।
তবে থাইরয়েড রোগ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গত কয়েক বছর ধরেই দিবসটিকে যথাযথভাবে পালন করছে।
অবসাদ, বিষণ্ণতা, ভুলে যাওয়ার রোগ হলো থাইরয়েড। বিশ্বব্যাপী ৭৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন।
থাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা হলে মৃদু থেকে তীব্র ব্যথা অনুভূত হয়, ঘাড় নড়াচড়া করলে অথবা কোনো কিছু গিলে খেতে গেলে অস্বস্তি অথবা ব্যথা হয়ে থাকে। সর্দি (ফু), হাম অথবা মাম্পসের মতো ভাইরাসজনিত রোগের সময় এ রোগটি দৃশ্যমান হয় বেশি।
রাসেল/