আজ বিশ্ব নদী দিবস

আজ ৩০ সেপ্টেম্বর (রোববার) বিশ্ব নদী দিবস-২০১৮। মানুষের জীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী নদী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে আশা প্রকাশ করেন, নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে জাতীয় নদী রক্ষা কমিশনের শক্তিশালী পদক্ষেপ বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে ফলপ্রসূ অবদান রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নদী দিবস পালনের মাধ্যমে নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি পাবে।

তিনি নদী-সম্পদ, নদীর অবকাঠামো এবং পানি ও পরিবেশ সুরক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিকভাবে প্রখ্যাত নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলোর হাত ধরে ১৯৮০ সালে সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস পালন শুরু হয়।

পানিসম্পদ সুরক্ষায় বৃহত্তর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ২০০৫ সালে ‘জীবনের জন্য পানি দশক’ কর্মসূচির প্রচলন করে। সেই বছরই বিশ্বের অনেকগুলো দেশে সফলভাবে বিশ্ব নদী দিবস পালন করা হয়।

বাংলাদেশে ২০১০ সাল থেকে বিশ্ব নদী দিবস পালন করা হচ্ছে।

আজকের বাজার/এমএইচ