আজ ব্যাংকিং খাত নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি

ব্যাংকিং খাতের বর্তমান অবস্থাসহ ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার(১০মে) বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং খাতের চিত্র তুলে ধরবেন জাতির সামনে। এ ছাড়া দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিকসহ প্রতিটি খাতের অভ্যন্তরীণ চিত্র দেশবাসীর সামনে তুলে ধরাই মূলত বিএনপির লক্ষ্য।

সম্প্রতি দলের নীতিনির্ধারণী ফোরাম ও জ্যেষ্ঠ নেতাদের কয়েকটি বৈঠকে আলোচনা-পর্যালোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

আরজেড/