শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবেন টাইগার দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সাথে দলে যোগ দেবেন আরিফুল হক। আর এ কারণে দল থেকে বাদ পড়তে যাচ্ছে সাব্বির ও রনি।বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে এ তথ্য জানায়।
সুজন জানান, মাঠে গিয়ে উইকেট দেখার পর প্রথম একাদশ চূড়ান্ত হবে। তবে ১৩ জনের একটা সম্ভাব্য তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তাতে ভারতের সঙ্গে খেলা ১১ জনের সবাই আছেন। নতুন করে যোগ হচ্ছেন সাকিব আর আরিফুল। এই ১৩ জনের যে কোন ১১ জন আজ খেলবে। মাঠে গিয়ে উইকেট দেখে ঠিক করবো দলের চূড়ান্ত তালিকা ঠিক করা হবে।
এদিকে সাকিব আর বাঁ-হাতি অপু একই ক্যাটাগরির বোলার হওয়ায় ভাবা হচ্ছিল অপু ড্রপ করবেন। কিন্তু এ আসরে মিরাজের চেয়েও ভালো বল করেছেন বাঁ-হাতি নাজমুল অপু। গত ম্যাচে পেসার রুবেলের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের রানের লাগাম টেনে ধরেছিলেন বাঁ-হাতি স্পিনার নাজমুল অপু। তাই তাকে বাদ দেয়ার আগে ভাবছে টিম ম্যানেজমেন্ট।
সুতরাং নতুন করে একাদশে ফিরছেন সাকিব আর আরিফুল, বাদ পড়ছেন সাব্বির আর রনি।
সম্ভাব্য একাদশে থাকছেন- তামিম, লিটন, সৌম্য, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, আরিফুল/সাব্বির, রুবেল, মোস্তাফিজ, মিরাজ, নাজমুল অপু।
এমআর/