আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইসরাইলের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১.১৫ মিনিটে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল-আর্জেন্টিনার মতোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথের একটি হলো এই আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ। ক্লাব বার্সেলোনার সতীর্থ সুইজ সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে এ পর্যন্ত ১৮৮টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ৮৭টি ম্যাচ জিতেছে এবং ৫৭টি ম্যাচ হেরেছে; বাকি ৪৪টি ম্যাচ ড্র করেছেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এ বছর দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে গত শুক্রবার হারায় ১-০ গোলে। ওই ম্যাচের মধ্য দিয়ে নিষিদ্ধ থাকা দলের সেরা তারকা মেসি আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন; ফেরার ম্যাচে দলকে গোল করে জয়ও এনে দিয়েছেন। ফুরফুরে মেজাজে থাকা মেসি-মার্টিনেজরা আজও জয়ের জন্য নামবে।
তবে ছেড়ে কথা বলবে না উরুগুয়েও; তাদের দলে আছে সেরা দুই তারকা স্ট্রাইকার; এডিনসন কাভানি ও সুয়ারেজ। ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তারা। সুতরাং দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েও যেকোনো সময় ব্যবধান গড়ে দিতে পারে।
সবশেষ দুই দেখায় একবার আর্জেন্টিনা (১-০) জিতলেও শেষ ম্যাচে জিততে পারেনি। দুদলের প্রথম দেখা হয়েছিল ১৯০১ সালের ১৬ মে ; যদিও ম্যাচটি উরুগুয়ে ২-৩ গোলে হেরেছিল। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় ১৯১৬ সালে ১ অক্টোবর; ৭-১ গোলে জিতেছিল আলবেসিলেস্তেরা।
আজকের বাজার/আরিফ