বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বে দ্বিতীয় ধাপে একদিনের বিরতি শেষে আজ আবারও মাঠে গড়াচ্ছে খেলা। ২৩ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি ম্যাচটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।
দিনের প্রথম ম্যাচটি ঢাকা-কুমিল্লার। যেখানে সমান ম্যাচ খেলে জয়-পরাজয়ে একই ব্যবধান দুদলের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুদলই জয় পেয়েছে দুটি এবং হেরেছে দুটি। কুমিল্লা নিজেদের সবশেষ ম্যাচে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরেছিল; যেখানে ঢাকাও একই দলের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচটি হারে!
গেলো বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ঢাকা পর্বের ষষ্ঠ ম্যাচে মাশরাফির ঢাকার কাছে হেরেছিল ২০ রানে! শক্তির বিচারে কুমিল্লার চেয়ে অনেকটাই এগিয়ে ঢাকা; এর মধ্যে আজকের ম্যাচ দিয়ে বিপিএলে ফিরছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
এ দিকে সন্ধ্যার ম্যাচটি হবে বেশ জমজমাট; পয়েন্ট টেবিলের দুই এবং তিনের লড়াই! ৪ ম্যাচে ৩ পয়েন্টে টেবিলের দুইয়ে মুশফিকুর রহীমের খুলনা; আর এক ম্যাচ কম খেলে ২ জয়ে তিনে রাজশাহী।
আজকের বাজার/আরিফ