আজ মিরাজের বিয়ে, কাল মুস্তাফিজের

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মিরাজ আজ বৃহস্পতিবার তার দীর্ঘদিনের মনের মানুষ রাবেয়া আখতার প্রীতির সঙ্গে নতুন সম্পর্কে আবদ্ধ হচ্ছেন। অন্যদিকে শুক্রবার, ২২ মার্চ মামাতো বোন সামিয়া পারভিন শিমুর সঙ্গে পিঁড়িতে বসবেন মুস্তাফিজ।

জাতীয় দলের এই এ দুই তরুণ ক্রিকেটারের বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গণমাধ্যমকে মেহেদী হাসান মিরাজ বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বিয়ের কথা ভাবছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে সময় নির্ধারণ করা সম্ভব হচ্ছিল না।

আসছে বিশ্বকাপের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানান তিনি। আগামী ৩০ মে থেকে বিশ্বকাপ শুরু হবে।

মিরাজ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলে খেলা শুরু করেন। সেই থেকে টাইগার দলের নিয়মিত ক্যাম্পেইনার তিনি।

অন্যদিকে শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হবেন মিরাজের বন্ধু বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পাত্রী মামাতো বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সামিয়া পারভিন শিমু।

২৩ বছর বয়সী এই বিস্ময় বোলার ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। অভিষেকের পর থেকেই নিজেকে বাংলাদেশের একজন সেরা পেস বোলার হিসেবে প্রমাণ করেছেন।

আজকের বাজার/এমএইচ