শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’।
এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় আসছে জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। এ ছবিতে মাহিয়া মাহি জুটি বেঁধেছেন নবাগত নায়ক রোকনের সঙ্গে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ট্রেলার।
নায়ক রোকন বলেন, এ ছবিতে মৌসুমী ম্যাম আমার বড় বোনের ক্যারেক্টারে অভিনয় করেছেন। তিনি আমাকে অনেক সহায়তা করেছেন অভিনয়ের সময়। ফেরদৌস ভাইও আমার ভুল-ত্রুটি ধরিয়ে দিয়েছেন। এটি একটি তারকাসমৃদ্ধ ছবি। এর গল্পে একরকম মাধুর্য আছে, হৃদয়স্পর্শী গল্প। আমি তাদের সাথে কাজ করে শিখতে পেরেছি। মাহিও সাপোর্টিভ ছিল। আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন এ প্রত্যাশা করছি।
ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক এ কে সোহেল। প্রযোজনা ও পরিবেশনায় আছে চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিমিটেড।
এরপূর্বে এ কে সোহেলের ‘খায়রুন সুন্দরী’ ও ‘বাংলার বৌ’ ছবিতে দেখা গিয়েছিল মৌসুমী – ফেরদৌস জুটিকে।