প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকাল ১০টায় রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সম্প্রতি কলেজটির দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর করা প্রতিশ্রুতি অনুযায়ী আন্ডারপাসটি নির্মাণ করা হবে।
গত ২৯ জুলাই রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কে একটি বাস ফুটপাতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দিলে দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী নিহত হয়।
নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্য এবং কলেজের প্রধান শিক্ষক ২ আগস্ট প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সংলগ্ন সড়কে একটি আন্ডারপাস নির্মাণ ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। ৪ আগস্ট বাসগুলো সরবরাহ করা হয়।
আজকের বাজার/এমএইচ