উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, চেলসি, লিভারপুল ও ইন্টার মিলান।
বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে স্লাভিয়া প্রাগের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ‘এফ’ গ্রুপে তিন ম্যাচের দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।
লা লিগায় লেবান্তের বিপক্ষে ৩-১ গোলে হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি মেসি বাহিনী। এই অবস্থায় মেসিদের চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ স্থান ধরে রাখার জন্য জয়ের বিকল্প নেই।
হারলে তাদের টপকে যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ড বা ইন্টার মিলান। তবে প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ সমান সংখ্যক ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি।
দিনের অপর ম্যাচে রাত দুটোয় আয়াক্সের বিপক্ষে মাঠে নামবে চেলসি। একই সময় গেঙ্কের মুখোমুখি হবে লিভারপুল। এদিকে ইন্টার মিলান লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
আজকের বাজার/লুৎফর রহমান