অবশেষে অনেক নাটকীয়তার পর আজ পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ। ২০০৮ সালের পর এ প্রথম পাকিস্তানে খেলতে যাচ্ছে তারা। বর্তমান স্কোয়াডের মধ্যে কেবল তামিম ও মাহমুদউল্লাই সবশেষ সফরের সদস্য ছিলেন।
এবার টিম বাংলাদেশ যাচ্ছে বিশেষ বিমানে চড়ে। সরাসরি ফ্লাইট না থাকায় কাতার হয়ে যাওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত বদলে গেছে। দীর্ঘ বিমান ভ্রমণের ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে না টাইগারদের। লাহোরে বিশেষ ভাড়া করা বিমানে (চার্টার্ড ফ্লাইট) যাচ্ছেন তারা। এতে মাত্র সাড়ে ৩ ঘন্টা সময় লাগবে ভ্রমণে।
বাংলাদেশ এয়ারলাইনসের ‘মেঘদূত’ উড়োজাহাজে করে যাচ্ছেন খেলোয়াড় ও কোচিং স্টাফ। বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকা থেকে রওনা দেবে তারা। পৌঁছানোর কথা পাকিস্তানের স্থানীয় সময় রাতে সাড়ে ১০টা (বাংলাদেশ সময় অনুযায়ী রাত সাড়ে ১১টা)।
বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের একটি বিমানে করে খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ নিয়ে লাহোর যাবে উড়োজাহাজটি। ১৬২টি আসন থাকলেও ৩৫ জন নিয়ে যাচ্ছে বিমানটি। আবার ক্রিকেটারদের নামিয়ে দিয়ে আসতেও হবে খালি। একইভাবে সিরিজ শেষে ক্রিকেটারদের দেশে আসার সময় একই অবস্থা হবে। আর এতে করে বিসিবিকে গুণতে হচ্ছে দেড় লাখ মার্কিন ডলার বা এক কোটি ২৭ লাখ টাকা। সে কারণে বলাই যায় পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বিসিবির ক্ষতিও কম হচ্ছে না। ভাড়া করা বিমানেই ২৮ জানুয়ারি দেশে ফিরবেন খেলোয়াড়েরা।
আজকের বাজার/আরিফ