লিগ শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে আজ মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। রাত সাড়ে ১০টায় তাদের প্রতিপক্ষ টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়া রাতে সাড়ে ১০টায় ম্যাচ রয়েছে আরো ৩টি।
লিগে ম্যাচ বাকী আর ৯টি। তবে বুন্দেসলিগার প্রধান দুই দলের পয়েন্ট ব্যবধান ৪। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে আজ তাই বাভারিয়ানদের রুখে দিতে মরিয়া বরুশিয়া ডর্টমুন্ড। আজ জয় পেলেও অবশ্য টেবিলের শীর্ষে উঠতে পারবে না বরুশিয়া।
তবে জয় পেলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। বরুশিয়া থেকে তারা এগিয়ে যাবে ৭ পয়েন্ট ব্যবধানে। তাই শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যেতে এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে লেভানডভস্কি-টমাস মুলাররা।