আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামতকালীন সময়ে ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।
আজকের বাজার/লুৎফর রহমান