দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর। যার মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টায়। তবে জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা গত বছর নভেম্বর থেকে শুরু হয়েছে, যা আগামী জুন পর্যন্ত বলবৎ থাকবে।
আর দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার পানিতে ফিরে যাওয়ার আনন্দে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দেশের উপকূলবর্তী এলাকাসহ জেলেপাড়াগুলোতে।
ভোলা সদরের মৎস্যজীবী সমিতির সভাপতি আরশাদ আলী বলেন, আমরা এদিনটার জন্য গত দুই মাস ধরে অপেক্ষায় আছি। জাটকা ধরা থেকে বিরত রাখতে সরকার নির্দিষ্ট অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসময় জেলেদের পরিবার প্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হয়।
তিনি আক্ষেপ নিয়ে বলেন, মাছ ধরেই কি হবে। করোনার কারণে মাছ ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বেপারীরা মাছের দাম কম দিচ্ছে। এ কারণে জেলেরাও সাহস করছে না। তবে আজ রাত ১২টায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই আমাদের এলাকার জেলেরা মাছ ধরতে বের হবেন।