তিন বছর পর সাকিব আল হাসানের সামনে আরেকটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জয়ের হাতছানি। ২০১৬ সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর দল জ্যামাইকা তালওয়াস।
এবার বাংলাদেশ অলরাউন্ডার ফাইনালে উঠেছেন বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আজ রাত ৩টায় ত্রিনিদাদে গায়ানার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে সাকিবের বারবাডোজ।
শুধু সিপিএলেই নয়, সাকিব তিনবার আইপিএলের ফাইনাল ও চারবার বিপিএলের ফাইনালেও খেলেছেন। বাংলাদেশের হয়ে খেলেছেন পাঁচটি ফাইনাল। বাংলাদেশের আর কোনো খেলোয়াড়ের এত ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই।
দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিংয়ে ভালো শুরু পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি। বোলিংয়ে আগের ম্যাচের মতোই বিবর্ণ।
দিনশেষে তবু চওড়া হাসি সাকিব আল হাসানের মুখে। নিজে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে ভুল করেনি তার দল বারবাডোজ ট্রাইডেন্টস। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইটরাইডার্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিবের বারবাডোজ।
ত্রিনবাগোর ডেরায় দারুণ অলরাউন্ড নৈপুণ্যে বারবাডোজের জয়ের নায়ক অ্যাশলি নার্স। আজ রাতে ফাইনালে তাদের প্রতিপক্ষ আসরের একমাত্র অপরাজিত দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
আজকের বাজার/লুৎফর রহমান