রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সর্বোচ্চ নির্বাহী পরিষদ সিন্ডিকেট, সিনেট ও ৯ ডীনসহ ৭০টি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার।
ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রাবি রেজিস্ট্রার ও নির্বাচন পরিচালনার রিটার্নি অফিসার অধ্যাপক ড. এম এ বারী।
তিনি জানান, আজ বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে বিশ্ববিদ্যালয় প্রায় এক হাজার ১৫০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, ১৯৭৩ এর অর্ডিন্যান্স ও স্টাটিটিউট অনুযায়ি আগামীকাল ৯ টি অনুষদের ডীন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকদের মধ্য থেকে একজন করে সদস্য নিয়ে) ৫জন সিন্ডিকেট সদস্য, (৩ জন সহযোগী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ব্যতীত তিনজন শিক্ষকসহ) ৬ শিক্ষককে নিয়ে শিক্ষা পরিষদ, ফাইন্যান্স কমিটির একজন শিক্ষক প্রতিনিধি, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে ১ জন শিক্ষক প্রতিনিধি, সিনেটের ৩৩, শিক্ষক সমিতির প্রতিনিসিহ মোট ৭০টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে মুক্তিযোদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ^াসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত (হলুদ প্যানেল) এবং জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যাবোধে বিশ^াসী শিক্ষকরা (সাদা প্যানেল) হয়ে প্রতিদ্বন্দিতা করছেন। ইতিমধ্যে উভয় প্যানেল তাদের নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা সবক’টি পদে প্রার্থী দিয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী শিক্ষকরা সিন্ডেকেটের প্রভাষক পদ, আইন অনুষদের ডিন ও শিক্ষা পরিষদের দুই পদে প্রার্থী দেয়নি। ফলে ওই পদগুলোতে হলুদ প্যানেলের চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। প্রার্থী না দেওয়ার কারন জানতে চাইলে জিয়া পরিষদের যুগ্ম-আহবায়ক ড. ইফতিখারুল আলম মাসউদ জানান, ‘দীর্ঘ দিন যাবৎ আমরা সরকারি ক্ষমতায় নেয়। ওই পদ গুলোতে প্রার্থী দিলে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে’।
সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এনামুল হক বলেন, ‘অধিকাংশ পদে আমাদের প্যানেল জয়ী হবে বলে আশাবাদী। তবে নির্বাচন পরিচালনার রিটার্নিং অফিসার এ দলীয়করন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে হলুদ দলের আহবায়ক জানিয়েছেন, ‘নির্বাচন প্রক্রিয়া সুষ্টভাবে সম্পন্ন হবে। আমাদের প্রার্থীরা জয়ী হবে বলে আশা করেন’।
অন্তু/রাসেল