সুপারকোপা ইতালিয়ানার ৩২তম আসরের ফাইনাল মাঠে গড়াচ্ছে। রবিবার (২২ ডিসেম্বর) সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হচ্ছে ২০১৮-১৯ মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্তাস ও কোপা ইতালিয়ানার শিরোপাধারী ল্যাজিও।
দুই দলের খেলোয়াড়দের জার্সিতে ক্যালিগ্রাফিক হরফে তাদের নাম লেখা থাকবে আজ। প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টা ৪৫ মিনিটে।
ম্যাচটি নিয়ে জুভেন্তাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘আমি এক মাসের মতো হাঁটুর ইনজুরিতে ভুগছিলাম। এখন আমি সম্পূর্ণ সুস্থ। সুপারকোপা ইতালিয়ানার ফাইনালে আমি দলের শিরোপা জয় নিশ্চিত করতে চাই।’
এদিকে, তুরিনের বুড়িদের বিপক্ষে শেষ সাক্ষাতে জয় পাওয়ার প্রেরণা নিয়ে ফাইনাল খেলতে নামবে ল্যাজিও। সব প্রতিযোগিতায় নিজেদের শেষ ৬ সাক্ষাতে ৩টি করে জয় ভাগাভাগি করে দু’দল। এবারের মৌসুমে ছন্দে থাকা জুভেন্তাস শেষ ২৩ ম্যাচে মাত্র একটিতে হেরেছে, সেটি এই ল্যাজিওর বিপক্ষে।
আজকের বাজার/আরিফ