চারদিকে যেন বিয়ের প্রজাপতি উড়ছে। বলিউডে একের পর এক হাই-প্রোফাইল বিয়ের পর এবার পালা টলিউডের। আজই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। সাবেকী প্রথা মেনে বাঙালি সাজে টলি নায়িকা এবং পরিচালকের বিয়ে ঘিরে রীতিমতো সাজো সাজো রব টলিউডে। খবর আনন্দবাজার পত্রিকা।
বজবজের বাওয়ালি রাজবাড়িতে শুক্রবার রাতেই বেজে উঠবে বিয়ের মঙ্গল শঙ্খ। বর্ধমানের মেয়ে শুভশ্রী। ইতিমধ্যেই বর্ধমান থেকে নানা দান সামগ্রী ও বিয়ের উপাচারও হাজির হয়েছে। আলোর মালায় সেজে উঠেছে বাজেপ্রতাপপুরের রাজবাড়িটি। দুই পরিবারের আত্মীয় বন্ধুরাও পৌঁছে গিয়েছেন।
বৃহস্পতিবারই এক সঙ্গে আইবুড়ো ভাত খেয়েছেন দু’জনে। বিয়ে উপলক্ষে ফটোশুটও চলছে জোরকদমে। সাদা শাড়ি-লাল ব্লাউজের সঙ্গে মানানসই সোনার গয়নার সাজে শুভশ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হু হু লাইক কুড়িয়েছে। এ বার শুধু বিয়ের সাজে নায়িকাকে দেখার অপেক্ষা।
লাল বেনারসী, চন্দন ও সোনার গয়নায় সাবেকী সাজই পছন্দ শুভশ্রীর। বিয়ে ও রিসেপশনের জন্য তাই নায়িকা বেছে নিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি। ট্রাডিশনাল পছন্দ রাজেরও। বাঙালি বরের সাজে আজ রাতে সাজবেন রাজও।
আইনত সইসাবুদের পালা আগেই মিটেছে। এ বার শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা। আর মাত্র কয়েক ঘণ্টা। সানাই বেজে উঠল বলে।
আজকের বাজার/ এমএইচ