আজ শুভ বড়দিন

বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও উপযাপিত হচ্ছে বড়দিন। খ্রিষ্ট্রান সম্প্রদায়ের সবচয়ে বড় ধর্মীয় আয়োজন বড়দিন। বড়দিন হলো পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমা ও শান্তি এবং ঈশ্বর ও মানুষের সম্পর্কের নবজীবন দেয়ার উৎসব।

নানা রঙের বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং স্বজনদের সাথে সাক্ষাৎ এ উৎসবের মূল অনুষঙ্গ। গির্জায় প্রার্থনা শুরু ও শেষের পর গাওয়া হয় বড়দিনের বিশেষ গান ও বন্দনা সংগীত।

করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট নতুন বাস্তবতায় পালিত হচ্ছে এবারের বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে গির্জায় প্রার্থনা ও অন্যান্য অনুষ্ঠান।