যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্টের থার্মাল স্কানার মেশিন দীর্ঘ আট মাস বিকল থাকার পরে বুধবার সকাল থেকে সচল হয়েছে।
এতে যে সকল যাত্রী বাংলাদেশে প্রবেশ করবেন তাদের অতিদ্রুত স্বাস্থ্য পরীক্ষা যাবে। থার্মার স্কানার নষ্ট হওয়ার পর গত ১৭ জানুয়ারি থেকে হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল।
বেনাপোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল-মামুন জানান, পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এখন থেকে থার্মাল স্কানার দিয়ে করা হবে। আমদানি-রপ্তানি গেট ও রেলওয়ে স্টেশনে হ্যান্ড থার্মাল দিয়ে পাসপোর্ট যাত্রী ও ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
আজকের বাজার/শারমিন আক্তার