ভারতে দোল পূর্ণিমা বা হোলি উৎসবের সরকারি ছুটি থাকায় আজ সোমবার (৯ মার্চ) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টমসের অন্যসব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। পাসপোর্টযাত্রীদের চলাচল থাকবে স্বাভাবিক। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাশিদুল হক বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা সোমবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ফলে সকাল থেকে এ পথে আমদানি-রফতানি হবে না। তবে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাষ্টমস হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক পণ্য খালি করে ভারতে ফিরে যেতে পারবে। মঙ্গলবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সোমবার দোল উৎসবে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। তথ্যসূত্র – কর্পোরেট সংবাদ।
আজকের বাজার/ এ.এ