ফিফা বিশ্বকাপ ২০২২ বাছাইপর্ব রাউন্ড দুই এর ম্যাচে আজ শক্তিশালী কাতারের মোকাবেলা করবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আসন্ন এই ম্যাচটিকে সামনে রেখে আজ এক সংবাদ সম্মেলন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দুটি দলই আসন্ন ম্যাচে নিজেদের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সংবাদ সম্মেলনে বলেন,‘ আমরা কঠিন একটি ম্যাচের অপক্ষোয় আছি। তারা (কাতার) এশিয়ার এক নম্বর দল। তবে আসন্ন ম্যাচে আমাদেরও ভাল করার সুযোগ রয়েছে। সুযোগ পেলেই আমাদেরকে সেটিকে গোলে পরিণত করতে হবে। অন্যথায় তারা আমাদের শায়েস্তা করবে।’ বাংলাদেশ দলের এই মিডফিল্ডারের মতে নিজেদের সামর্থ্যের শতভাগ দিতে পারলে ওই ম্যাচে ভাল ফলাফল করা সম্ভব।
সর্বশেষ কাতারি এই দলের সঙ্গে ড্র করেছে প্রতিবেশী রাস্ট্র ভারত। বাংলাদেশ দলের জন্য এটি অনুপ্রেরনা কিনা জানতে চাইলে জামাল ভুঁইয়া বলেন,কাতারের বিপক্ষে ম্যাচটির আগে ওই ফলটি অবশ্যই বাংলাদেশকে অনুপ্রেরনা যোগাবে।
আজকের বাজার/লুৎফর রহমান