শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে বছর শুরু করছে ভারত। রবিবার (৫ জানুয়ারি) গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ঘরের মাঠে সিংহলিদের বিপক্ষে এই সিরিজে নিজেদের যাচাই করার পর দেশের মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার পরেই পূর্ণাঙ্গ সফরে নিউজিল্যান্ড উড়ে যাওয়ার কথা ভারতের।
চলতি বছর অস্ট্রেলিয়াতে টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা। যে কারণে কোনো পরীক্ষার রাস্তায় হাঁটা নয়, শ্রীলঙ্কা মাঠে নামবে সেরা এগারো নিয়েই।
লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ এখনো আর আট মাস দূরে। আমাদের নজরে এখন বিশ্বকাপ। সেটা মাথায় রেখেই ভারতের বিপক্ষে খেলতে নামব। তাদের হারাতে আমরা চাইব সেরা দলটাকেই নামাতে। ছেলেদের তৈরি হওয়ার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া দরকার।’
উল্লেখ্য, টি-টুয়েন্টি সিরিজে দলের সহঅধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ দিকে ১৬ মাস পর শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলে প্রত্যাবর্তন করেছেন ম্যাথিউস।
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জাসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর।
শ্রীলঙ্কা দল : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), ধানুষ্কা গুণাথিলকা, অভিষ্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন সনাকা, কুশল পেরেরা, নিরোসান ডিকওয়েলা, ধনঞ্জয় ডিসিলভা, উসুরু উদানা, ভনুকা রাজাপক্ষ, ওশাদা ফার্নান্দো, ওনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষ্মণ সান্দাকান, কাসুন রাজিথা।
আজকের বাজার/আরিফ