বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ৪ জুন রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে মন্ত্রিপরিষদ সদস্য, এমপি, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সংগঠনের সদস্যদের ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ০৪ জুন ২০১৭