পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব উদযাপনে প্রস্তুত পুরান ঢাকার বাসিন্দারা।
উৎসবের তারিখ এলাকা ভেদে ভিন্ন হয়। এ বছর ঢাকায় ১৪ ও ১৫ জানুয়ারি সাকরাইন উৎসব উদযাপন করা হচ্ছে।
সাকরাইন বাংলাদেশের প্রাচীনতম উৎসবগুলোর মধ্যে একটি।
উৎসবের অংশ হিসেবে বিকেলে বাড়ির ছাদ থেকে রঙিন ঘুড়ি উড়নোর প্রতিযোগিতা হয়।
রাতে আতশবাজির আলোতে পুরান ঢাকার আকাশ আলোকিত হয়ে উঠে। সেই সাথে মুখে আগুন নিয়ে খেলা দেখানো হয়।
বহুল প্রত্যাশিত ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা শুরু হবে বিকালে। এ জন্য পুরান ঢাকায় কাছাকাছি থাকা বাড়ির ছাদগুলো সুন্দরভাবে সাজানো হয়।
বাংলার ঐতিহ্যবাহী এ উৎসবের মূলে আছে গভীর আনন্দ ও মজা করার সংস্কৃতি।
ভারত, নেপাল ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন নামে এ উৎসব পালন করে। যেমন- মাঘি সংক্রান্তি (নেপাল), ‘সাকরাত’ (দিল্লি ও হরিয়ানা), উত্তরায়ন (গুজরাট), ‘মাঘি’ (পাঞ্জাব) এবং আরও অনেক নামে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ