আইপিএলে আজ সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান।
হায়দরাবাদে ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।
জয়ের ধারা অব্যাহত রাখতে লড়াই করবে সাকিবের সানরাইজাস হায়দারবাদ।অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর মুম্বাই লড়াই করবে ঘুরে দাড়াঁতে।তবে বাংলাদেশের ক্রিকেপ্রেমীদের কাছে কোন দলের জয়, পরাজয় বড় নয়। তারা চান ব্যাটে, বলে সাকিব আর বল হাতে জ্বলে উঠুক মুস্তাফিজ।
প্রথম ম্যাচে হায়দরাবাদের হয়ে দারুণ বল করা সাকিবের খেলা অনেকটাই নিশ্চিত। তবে সংশয় আছে মুস্তাফিজের খেলা নিয়ে। আগের ম্যাচে ওভার প্রতি ১০ এর উপরে রান দিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। এছাড়া শেষ ওভারেও রান আটকাতে পারেননি।
আজকের বাজার/আরেজেড