আজ বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।
পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। তবে, শক্তিশালী ভারতকে হারিয়ে সবচেয়ে বড় চমকটা দেয় টাইগ্রেসরা। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষেও সহজ জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নিয়মিত রান পাচ্ছেন শামিমা-ফারজানারা। বল হাতে ছন্দে আছেন রুমানা-খাদিজারা। তাই ফাইনালেও জয় নিয়ে ইতিহাস রচনা করতে চায় টাইগ্রেসরা।
আরজেড/