শনিবার সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই আজ ২৫ জুন রোববার ঈদ-উল-ফিতর উদযাপন করবে দেশটি। খবর গালফ নিউজ, খালিজ টাইমস ও আল-আরাবিয়ার।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশেও সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়। তাই বাংলাদেশে কবে ঈদ হবে, তা নিশ্চিত হওয়া যাবে আজ চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর।
আগের দেওয়া ঘোষণা অনুসারে আজ ২৫ জুন রোববার সন্ধ্যায় বৈঠকে বসে শাওয়াল মাসের চাঁদ দেখার কমিটি। এ বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে। কমিটি সিদ্ধান্ত দেয়, দেশটির আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ উদযাপিত হবে।
আল-আরাবিয়া জানায়, শনিবার সন্ধ্যায় সৌদি আরবসহ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দারুস সালামসহ বেশ কিছু দেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে।
এক মাসের রোজা পালনের পরে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন।
এদিকে সৌদি আরবের মতো বাংলাদেশের কিছু অঞ্চলেও আজ ২৫ জুন রোববার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। ওই অঞ্চলের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করে থাকেন।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭