আজ ৪ ঘন্টা উন্মুক্ত থাকবে হোলি আর্টিজান

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য আজ গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টের আগের ভবনটি চার ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত সেখানে ফুল দিয়ে যে কেউ শ্রদ্ধা জানাতে পারবেন।

শ্রদ্ধা নিবেদনের জন্য ভবনের সামনে সাদা কাপড়ে মোড়ানো লম্বা আকৃতির একটি বেদির মতো তৈরি করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রেস্টুরেন্টটির মালিকদের একজন সাদাত মেহেদী।

তিনি জানান, গত বছর হামলার শিকার হওয়া ভবনটির ধ্বংসস্তূপ সরিয়ে মালিকপক্ষ নিজেদের থাকার জন্য মেরামতের কাজ করছেন।

তবে এখন ভবনের সামনে সাদা কাপড়ে মোড়ানো লম্বা আকৃতির একটি ডায়াসের মতো তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ, গত বছরের ১ জুলাই রাতে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের বাড়িটিতে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় , বাংলাদেশের তিনজন নাগরিক ও দুইজন পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে। শেষ পর্যন্ত কী ঘটবে, এই উৎকণ্ঠার ভেতর দিয়ে রাত কাটে। পরদিন সকাল ৭টা ৪০ মিনিটে সেখানে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। অবসান ঘটে প্রায় ১১ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির।

জঙ্গি হামলার পর প্রায় সাড়ে চার মাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে থাকার পর গত বছরের ১৩ নভেম্বর পুলিশ মালিককে এর দায়িত্ব বুঝিয়ে দেয়। দোতলা ওই ভবন নিজেদের বাসস্থান হিসেবে গড়ে তুলতে শুরু হয় কাজ। মেরামতের কাজ এখনও চলছে।

আজকের বাজার: এলকে/এলকে ১ জুলাই ২০১৭