র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, ‘শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়। শুধু আটক অথবা কিলিং করেও জঙ্গি নির্মূল সম্ভব নয়। জঙ্গি নির্মূল করতে হলে প্রয়োজন রিহ্যাবিটেশন, ডিমোটিভেশন, কাউন্টার নেরেটিভ ইত্যাদি।’
রাজধানীর গুলশান-২ এ লেকশোর হোটেলে ‘জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদীসের সঠিক ব্যাখ্যা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন র্যাব ডিজি।
তিনি আরও বলেছেন, ‘যে সকল জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালানো হয়েছে, সেখানে আমরা তাদের অনেক কাগজপত্র পেয়েছি। বই আকারে কিছু খাতা পেয়েছি। যেখানে খণ্ড খণ্ড হাদিস লেখা রয়েছে। পবিত্র কোরআনে ১৬৪টি স্থানে জিহাদের কথা উল্লেখ রয়েছে। কিন্তু জঙ্গি আস্তানা থেকে উদ্ধার নথিপত্রে কিছু বাছাই করা হাদিসের অপব্যাখা লেখা রয়েছে। কোরআনের আলোকে ওই হাদিসের সঠিক ব্যাখা এই বইয়ে লেখা রয়েছে।’
দেশের সকল নাগরিককে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন বেনজির আহমেদ।
প্রকাশিত বই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বইটি র্যাবের ও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং খুব শিগগিরই ইংরেজিতে অনুবাদ করে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যাতে করে সারাবিশ্বের সকলে বইটি পড়তে পারেন; হাদীস সম্পর্কে জানতে পারেন।’