পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের আটোয়ারী-পঞ্চগড় সড়কের কলেজমোড় এলাকায় অটোরিক্সার ধাক্কায় মোঃ আরাফাত (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
আরাফাত আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় গ্রামের সফিলউদ্দিনের ছেলে। সে তোড়িয়া কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক নিকটাত্মীয়ের মৃতদেহ দেখতে আরাফাত তার মায়ের সঙ্গে আটোয়ারী উপজেলা সদরের কলেজমোড় এলাকায় আসে। বাড়ি ফেরার পথে অটোরিক্সার ধাক্কায় আরাফাত সড়কে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ অটোরিক্সার ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ