২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আট বিষয়ের উপর ষষ্ঠ সপ্তাহের আ্যসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে আজ।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, কভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও এই কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ষষ্ঠ সপ্তাহের আ্যসাইনমেন্ট দেয়া হয়েছে।
বিষয়গুলো হচ্ছে-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও লঘুসংগীত। এই বিষয় গুলোর আ্যসাইনমেন্ট মূল্যায়ন ররুবিক্সসহ প্রণয়ন করা হয়েছে।
কভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে শিক্ষকদের আ্যসাইনমেন্ট জমা নিতে নির্দেশনা দেয়া হয়েছে, পাশাপাশি শিক্ষার্থী-অভিভাবকদেরও স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।