অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে আছেন ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পরে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এরপর আড়াল করেছেন নিজেকে। মাঝে মধ্যে দু’একটি সিঙ্গেল নাটকে দেখা মিলেছে তার। নতুন খবর হলো আবারো অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। ‘আতংক’ নামের একটি নাটকে অভিনয় করবেন তিনি।
ফারিয়া জানালেন, ২১ ও ২২ জানুয়ারি শুটিং করবেন নাটকটির। এই নাটকে তার বিপরীতে অভিনয় করবেন নাঈম। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমি ও নাঈম একসঙ্গে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। তবে নাটকে এবারই প্রথম অভিনয় করব। অনুরূপ আইচের রচনায় এই নাটকটি পরিচালনা করবেন কাজী সাইফ আহমেদ।’
এক বছর আগে ‘বাকরখানি প্রেম’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন ফারিয়া। এরপর পড়া লেখার কারণে এক বছর অভিনয় করেননি। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং-এ লেখাপড়া করছেন ফারিয়া শাহরিন।
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭