ইতালির সিসিলিতে আতশবাজির একটি কারখানায় বুধবার বিস্ফোরণে পাঁচজনের প্রাণহানি ঘটে। কারখানাটি পারিবারিকভাবে পরিচালিত হতো। সিসিলির মাসিনা অঞ্চলের বার্সেলনা পোজো ডি গোটোয় এ বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে দুই কর্মী ও কোস্টা কোম্পানির মালিকের ৭১ বছর বয়সী স্ত্রী মারা প্রাণ হারায়।
পুলিশ জানায় যে, মালিকের ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ায় হাসপাতালে নেয়া তিনি চারজনের একজন ছিলেন। আহত একজন পরে হাসপাতালে মারা যায়।
পুলিশ কমান্ডার জিয়ানকারমিন কারুসন বলেন, ‘সেখানে দু’টি বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’ তিনি আরও জানান, ওয়েল্ডিং সরঞ্জামাদি থেকে এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের সময় কারখানার ভিতরে থাকা ১ কর্মীকে জীবিতাস্থায় উদ্ধার করা হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় প্রসিকিউটরের দপ্তর বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান