সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পিবিআই।
শনিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আবুল হোসেন। ঘটনার প্রায় ২৯ মাস পর এ মামলার চার্জশিট দিল পুলিশ।
চার্জশিটে জঙ্গি হামলায় নিহত মর্জিনার বোন আর্জিনা ছাড়াও রয়েছেন- তার স্বামী জহুরুল হক ওরফে জসিম ও তাদের প্রতিবেশী হাসান। ২০১৭ সালের ১৫ মার্চ চট্টগ্রামের সিতাকুন্ডে একটি জঙ্গি হামলার ঘটনায় এই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ।
তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবুল হোসেন জানান, এই তিনজনই জঙ্গি দলের সদস্য। আতিয়া মহলে নিহত চার জঙ্গিকে এরাই উদ্বুদ্ধ করতেন। এছাড়া এ ঘটনার সঙ্গে মোশাররফ নামে আরেক জঙ্গির সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে তিনি মৌলভীবাজারে জঙ্গিবিরোধী আরেক অভিযানে মারা গেছেন।
২০১৭ সালের ২৪ মার্চ ভোর থেকে আতিয়া মহলে অভিযান শুরু হয়। এই অভিযানে পাঁচদিন পর সফলতার মুখ দেখে সেনাবাহিনী। ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে ওই ভবনে ব্যাপক গোলাগুলি, বিস্ফোরণ ঘটে। ওই অভিযানে চার জঙ্গি, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকসহ ১১ ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিস্ফোরণে আহত হয়েছিলেন র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই।
আজকের বাজার/এমএইচ