আত্মঘাতী গোলে রক্ষা পেল পিএসজি

Soccer Football - Ligue 1 - AS Saint-Etienne vs Paris St Germain - Stade Geoffroy-Guichard, Saint-Etienne, France - April 6, 2018 St Etienne's Mathieu Debuchy in action with Paris Saint-Germain's Kylian Mbappe REUTERS/Jean-Paul Pelissier

লিগ ওয়ানে টানা ৯ টি জয়ের পর পুচকে ইচেনার কাছে হারতে বসেছিল পিএসজি। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে রক্ষা পেয়েছে দলটি। ইচেনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উনাই এমেরির শিষ্যরা।

শুক্রবার ইচেনার মাঠে আতিথ্য নেয় পিএসজি। তবে প্রথমার্ধে তাদের চেনা রূপে দেখা যায়নি। এতে শুরুতেই পিছিয়ে পড়ে দ্য পারিসিয়ানরা। ১৭ মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন রেমি কাবেলা।

পিছিয়ে পড়েও ছন্দে ফিরতে পারেনি পিএসজি। আক্রমণ-প্রতি আক্রমণে বারবারই খেই হারাতে দেখা গেছে তাদের। ফলে সমতায় ফেরা তো দূরে থাক, উল্টো ৪১ মিনিটে বড়সড় ধাক্কা খায় অতিথিরা। প্রেসনেল কিমপেম্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।

একজন কম নিয়ে হলেও দ্বিতীয়ার্ধে কিছুটা স্বরূপে দেখা যায় পিএসজিকে। এ অর্ধে বেশ কটি গোছালো আক্রমণ করেন ডি মারিয়া-কাভানিরা। কিন্তু গোলমুখ খুলছিল না।

তবে তাদের মুহূমুর্হু আক্রমণের মুখে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেনি ইচেনা। যোগ করা সময়ে আত্মঘাতী গোল খেয়ে বসে স্বাগতিকরা। ওই সময় বল প্রতিরোধ করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন মাথিউ দেবুচি।

স্রোতের বিপরীতে সুযোগ পেয়েছিল ইচেনাও। তবে ভাগ্যের কাছে হার মানতে হয় টেবিলের নবম স্থানে থাকা দলটিকে।৬২ মিনিটে বাম্বা ও ৭৪ মিনিটে উসামার ক্ষীপ্রগতির শট গোলে পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।

ড্র হলেও ফ্রেঞ্চ লিগ শিরোপা জয় পিএসজির এখন সময়ের ব্যাপার। ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে প্যারিসের দলটি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো রয়েছে তাদের চেয়ে যোজন দূরে। ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

এস/