পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজি জেলার শিয়া অধ্যুষিত এলাকা কালায়া বাজারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। স্থানীয় সময় শুক্রবার (২৪ নভেম্বর) সকালে হামলার ঘটনা ঘটে। খবর ডনের।
শিয়া অধ্যুষিত ওই এলাকার জনবহুল বাজারে হামলার ওই ঘটনা ঘটে। পাকিস্তানে সংখ্যালঘু শিয়াদের ওপর সুন্নি উগ্রবাদিরা প্রায়ই হামলা চালিয়ে থাকে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ইমামবারগাহ এলাকার কাছে বিস্ফোরণটি হয়। আহতদের কোহাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।