কক্সবাজারের টেকনাফে চলতি মাসেই আত্মসমর্পণ করবেন আরো অর্ধশতাধিক ইয়াবা ব্যবসায়ী। ২৯ জানুয়ারি আত্মসমর্পণ অনুষ্ঠান করবে কমিউনিটি পুলিশং ফোরাম।
বুধবার বিকেলে এক মতবিনিময়ে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের এডিশনাল এসপি (প্রশাসন) মো. ইকবাল হোসেন।
তিনি জানান, টেকনাফ সরকারি কলেজ মাঠে আত্মসমর্পণ অনুষ্ঠান হবে। টেকনাফ-উখিয়ার যেসব মাদক ব্যবসায়ী অন্ধকার জগৎ স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছে, তাদের এ সুযোগ দেয়া হচ্ছে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ