জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় কাল আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সোমবার ০৪ ডিসেম্বর সকালে এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, আগামী বৃহস্পতিবার সকালে দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এর আগে, হাজিরা না দেয়ায় দুর্নীতির দুই মামলায় জামিন বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গত বৃহস্পতিবার বেলা ১২ টায় বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ পরোয়ানা জারি করেন।
বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা হরতালে নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া দুপুরের পর আদালতে আসবেন বলে জানালে বিচারক তা নাকচ করে দেন। এ ঘটনা অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি। এ মামলায় আগামী ৫, ৬ ও ৭ই ডিসেম্বর যুক্তি-তর্কের দিন ধার্য করেছে আদালত।
আজকের বাজার: আরআর/ ০৪ ডিসেম্বর ২০১৭