যশোরে ঘিরে রাখা বাড়ি থেকে হলি আর্টিজান হামলার অন্যতম অভিযুক্ত জঙ্গি মারজানের বোন খাদিজা দুই ছেলে ও এক মেয়েসহ আত্মসমর্পণ করেছেন।
৯ অক্টোবর সোমবার দুপুর ৩টা ৫ মিনিটে শহরের ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়ি থেকে খাদিজা আত্মসমর্পণ করেন।
যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন খাদিজা। তার সঙ্গে তিন শিশু ছিল। এ সময় সেখানে খাদিজার দেওয়া শর্ত অনুযায়ী, তার মা-বাবা উপস্থিত ছিলেন। বর্তমানে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বাড়িটিতে তল্লাশি চালাচ্ছে।
এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে রাত ২টা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান নিয়ে বাড়িটি ঘিরে রেখেছে।
জঙ্গি আছে বলে ঢাকা থেকে তথ্য দেওয়ার পর ওই বাড়ি ঘিরে রাখা হয়। সকালে কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের একটি দল যশোর এসে পৌঁছেছে। তারা অভিযানে অংশ নেবে।
আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭