মানসিক অবসাদের জেরে মৃত্যু হল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ তারকার! পুলিস সূত্রে খবর, দক্ষিণ কোরিয়ার সিওল থেকে উদ্ধার করা হয়েছে বছর পচিশের ওই জনপ্রিয় পপ তারকার মৃতদেহ। কী কারণে ওই পপ তারকার মৃত্যু হয়েছে, সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিস। তবে মানসিক অবসাদের জেরেই সুল্লি নামে ওই পপ তারকা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুলিসের তরফে।
রিপোর্টে প্রকাশ, নারী স্বাধীনতা এবং তাঁদের অধিকার নিয়ে সব সময়ই সরব ছিলেন সুল্লি। ইনস্টাগ্রামসহ সোশ্যাল নেটওয়ার্কেও ছিলেন তিনি বেশ জনপ্রিয়। যার জেরে বিভিন্ন সময় তাঁকে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে খবর। যার জেরেই বছর ২৫-এর ওই মডেল আত্মহত্যার রাস্তা বেছে নেন বলে পুলিস মনে করছে।
আজকের বাজার/লুৎফর রহমান