আদনান হত্যার তদন্ত প্রতিবেদন ১১ জুলাই

রাজধানীর উত্তরার স্কুলছাত্র আদনান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ মে)  আদনান হত্যা মামলার প্রতিবেদন দাখিলের কথা থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন ওই দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

২০১৭ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের খেলার মাঠে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আদনানকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে তার প্রতিপক্ষ। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আদনানের বাবা কবির হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

ইতিমধ্যেই বেশ কয়েকজন আসামি গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরজেড/