ব্যবসায়ী আদম তমিজি হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ডিবি সূত্র জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করাসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজি হকের বিরুদ্ধে।
জানা গেছে, আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে। ( বাসস)