বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা সম্পূর্নভাবে আদালতের বিষয়, সরকারের বিষয় নয় মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা নিশ্চিত করতে পারবে শুধু আদালত।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
এছাড়া বেগম জিয়ার রায় ও কারাগারে যাওয়ার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, বেগম জিয়ার মামলার রায় দিয়েছে আদালত। তারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে। এর যুক্তিটা কী? কোন যুক্তিতে তারা প্রতিবাদটা করছে?
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদালতের রায়ের কপি এখনও হাতে পায়নি বিএনপি। সরকারের নির্দেশেই রায়ের লিখিত কপি হাতে পেতে দেরি হচ্ছে বলে দাবি করে আসছে দলটি।
আরএম/