জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় শুনতে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান অর্থসূচককে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি আদালতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। গত ২৫ জানুয়ারি আদালত খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
এদিকে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ি বহরের সামনে ও পেছনে ব্যাপক র্যাব ও পুলিশ রয়েছে। গাড়ির সামনে আছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি।
পেছনে আছে র্যাবের মোটরসাইকেলের বহর। সড়ক বন্ধ রেখে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বিএনপি প্রধানকে। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহর যে সড়ক দিয়ে রওয়া হয়েছেন সেসব এলাকায় পুলিশের সতর্ক পাহারা লক্ষ্য করা গেছে।
আজকের বাজার :আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮