আদালতে খালেদা জিয়া,তৃতীয় দিনের শুনানি শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তৃতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে।  বৃহস্পতিবার ১ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলায় যুক্তিতর্ক শুনানিতে শুরু থেকেই উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ ছাড়া, বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়  ঘোষণার দিন আগামী ৮ ফেব্রুয়ারি  নির্ধারিত রয়েছে।

আজকের বাজার:এসএস/১ফেব্রুয়ারি ২০১৮