ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেপ্তার টিটু রায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৬৪ ধারায় রেকর্ড করা এ জবানবন্দিতে তিনি কী বলেছেন তা জানা যায়নি।
মঙ্গলবার ২১ নভেম্বর কঠোর গোপনীয়তা ও নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্য দিয়ে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই বাবুল ইসলাম বলেন, তথ্য-প্রযুক্তি আইনের মামলায় টিটু রায়কে দুই দফায় আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ড শেষ হওয়ায় গতকাল আদালতে হাজির করা হলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। টিটু রায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেন, টিটু রায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ধর্ম অবমাননায় অভিযুক্ত টিটু রায়কে গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় কঠোর গোপনীয়তায়। পরে বিকেলে তাঁকে আদালত থেকে বের করে একটি প্রিজন ভ্যানে তুলে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পুরো প্রক্রিয়াতেই গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা, এমনকি তাঁরা প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
টিটু রায়ের পক্ষে আইনি লড়াইয়ের জন্য বিভিন্ন সংগঠনের নিযুক্ত ১০ আইনজীবী মঙ্গলবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের দৃষ্টি এড়িয়েই পুলিশ আদালতে টিটুকে হাজির করেন। কারাগারে পাঠানোর সময় বিষয়টি ধরা পড়ে। আইনজীবী প্যানেলের সদস্যরা জানান, জামিনের আবেদনসহ মামলা পরিচালনা করার জন্য তারা সকাল থেকে আদালতে ছিলেন। ওকালতনামায় স্বাক্ষর নিতে অপেক্ষা করে লাভ হয়নি, সাক্ষাৎ পাওয়া যায়নি।
আজকের বাজার: আরআর/ ২২ নভেম্বর ২০১৭