জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে মঙ্গলবার ৩০জানুয়ারি আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বেলা সোয়া ১১টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ১১টা ৫৫ মিনিটে রাজধানীর বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৫ এ হাজির হন তিনি।
এ মামলায় প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এর আগে গত বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণা করা হবে।
আজকের বাজার:এসএস/৩০জানুয়ারি ২০১৮