সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ‘গ্রেফতার করা’কে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (০২ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও আশরাফুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে সম্প্রতি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, শফিউল বারি বাবু, জাকির হোসেন মিলন ও মিজানুর রহমানকে গ্রেফতারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কেন আনা হবে তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, ডিবি প্রধানসহ সংশ্লিষ্ট ১৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এমআর/